২১ জুন, ২০২১ ২০:১০

‘সরকার চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে’

অনলাইন ডেস্ক

‘সরকার চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। ফাইল ছবি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, আমাদের সরকার চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে।
 
সোমবার সিলেটের জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত চা শ্রমিকদের মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এর আগে তিনি উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন।
 
মন্ত্রী বলেন, সামজিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী চা শ্রমিকদের পুনর্বাসনের জন্য মজুরি ভাতা চালু করেছেন। কারণ, তারা যে ভাতা পান তা একটা পরিবারের জীবন ও জীবিকার তুলনায় অত্যন্ত কম। 
 
জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমরী হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, সমাজসেবা অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক বিবাস চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী প্রমুখ। 
 
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
 
 
 
  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর