আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ফখরুল সাহেবদের বলছি, আমরা আপনাদের সঙ্গে আর খেলব না। কারণ আপনারা সেমিফাইনালে হেরে গেছেন। আপনারা ডিসেম্বরে কোয়ার্টার ফাইনালে হেরে গেছেন। গত মাসে বলেছিলেন বেগম জিয়াকে ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে হবে। বেগম জিয়ার ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি হয়নি। সুতরাং সেমিফাইনালেও হেরে গেছেন। যে দল সেমিফাইনালে হেরে যায় তাদের সঙ্গে কোনো দল ফাইনাল খেলে না।
শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শেখ রাসেল স্মরণে ও ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে যুব মহিলা লীগের এক সমাবেশে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আপনারা যদি মনে করেন তাহলে আমরা যুবলীগ আর যুব মহিলা লীগকে আপনাদের সঙ্গে পাঠাব। তাদের সাথে খেলে দেখেন পারেন কিনা।
মন্ত্রী বলেন, মির্জা ফখরুল সাহেবের অতীত ইতিহাস বলতে চাই না। যে দলের নেতা ও মহাসচিব বলে পাকিস্তানই ভালো ছিল সেই দলের এ দেশে রাজনীতি করার অধিকার থাকাই উচিত নয়। বিএনপি বর্তমান সরকারকে টেনে নামাতে চায়। গত বছরের ডিসেম্বরে বিএনপি সরকারকে টেনে নামাতে গিয়ে তারা তাদের দলীয় কার্যালয়ের সামনে আন্দোলন- সংগ্রাম করেছিল। এরপর তারা গোলাপবাগের গরুর মাঠে গেল। সেই গরুর মাঠে গিয়েই তাদের আন্দোলন মাঠে মারা গেল। এখন বলছে, এবার নাকি ফাইনাল খেলা।
বিডি-প্রতিদিন/শফিক