বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সভায় ঢাকা মহানগর উত্তর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর পল্লবীর ২ নম্বর কমিউনিটি সেন্টারে ব্যাপক জমায়েত তৈরি করে। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে এ মতবিনিময় সভায় যোগ দেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইবিতে তার বক্তব্যে দলীয় নেতাকর্মীদের দিক-নির্দেশনা দেন।
ঢাকার পল্লবীতে মতবিনিময় অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা আব্দুস সালাম, ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সাইফুল আলম নীরব ও সদস্য সচিব আমিনুল হক, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, মুন্সি বজলুল বাসিত আন্জু, আনোয়ারুজ্জামান আনোয়ার, এসএ সিদ্দিক সাজু, কফিল উদ্দিন, মামুন হাসান উপস্থিত ছিলেন।এছাড়াও ঢাকা মহানগর বিএনপির মোস্তাফিজুর রহমান সেগুন, আতাউর রহমান চেয়ারম্যান, এজিএম শামসুল হক, হাজী মোস্তফা জামান, মোয়াজ্জেম হোসেন মতি, আখতার হোসেন, সাবেক যুদলনেতা এসএম জাহাঙ্গীর হোসেন, ঢাকা মহানগর কমিটির সাবেক সদস্য আলাউদ্দিন সরকার টিপু, হাজী মো. ইউসুফ, এবিএমএ রাজ্জাক, মাহাবুব আলম মন্টু, কাউন্সিলর আলী আকবর, সোহেল রহমান,আফাজ উদ্দীন, কাউন্সিলর সাজ্জাদ হোসেন, তুহিরুল ইসলাম তুহীন, আহসান উল্লাহ চৌধুরী হাসান, জাহাঙ্গীর মোল্লা, যুবদলের শরীফ উদ্দিন জুয়েল, সাজ্জাদুল মেরাজ,নূর সালাম,গোলাম কিবরিয়া, মহানগর উত্তর শ্রমিক দলের আহ্বায়ক কাজী শাহ আলম রাজা, সদস্য সচিব কামরুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের শেখ ফরিদ, মহসিন সিদ্দিকী রনি, মহিলাদলের রুনা লায়লা, লাইলী বেগম, তেজগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিরাজ উদ্দিন হায়দার আরজু, মিরপুর থানা বিএনপির আহ্বায়ক হাজী আবদুল মতিন সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী দেলোয়ার হোসেন দুলু, বিমানবন্দর থানার যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন তারেক, মঞ্জুর হোসেন পাটোয়ারী, মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএস আহমাদ আলী, উত্তরাপূর্ব থানা যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম খান, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ ভূইয়া, যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম, মহিউদ্দীন সোহাগ রাজা, আলী আহমেদ, দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক মোতালেব হোসেন রতন, কাফরুল থানা যুগ্ম আহ্বায়ক আকরামুল হক, সাব্বির দেওয়ান জনি, আদাবর থানা বিএনপির আহ্বায়ক হাজী নাসির উদ্দীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেক হোসেন স্বাধীন, ৩০নং ওয়ার্ড বিএনপি সভাপতি সালাম হাওলাদার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বিশ্বাস, পল্লবী থানার ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খান যুগ্ম আহ্বায়ক আশরাফ গাজী, ভাটারা থানার যুগ্ম আহ্বায়ক সেলিম মিয়া, খিলক্ষেত থানার আহ্বায়ক এস এম ফজলুল হক, যুগ্ম আহ্বায়ক সি এম আনোয়ার, শেরে বাংলা নগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজালাল সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত