নির্বাচন কমিশনের কার্যক্রমেই বোঝা যাবে তাদের মেরুদণ্ড কতটুকু শক্তিশালী। তাদের কার্যক্রমের উপর জনগণ সিদ্ধান্ত নিবে ভবিষ্যত কেমন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
তিনি বলেন, ‘নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার, সেটুকু করে দ্রুত জনগণের অধিকার আদায়ের সুযোগ করে দিতে হবে।
শনিবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডা. জাহিদ।
দীর্ঘ ১৪ বছর পর অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল।
শনিবার সকাল ১০টায় হবিগঞ্জ সদর উপজেলার পইল সৈয়দ মিয়া কমিউনিটি সেন্টারে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৩টা পর্যন্ত। এতে উপজেলার ৮টি ইউনিয়নের ৫৬৮ জন বিএনপি নেতাকর্মী তাদের ভোটাধিকার প্রদান করেন।
হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ এনামুল হকের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিকে গউছ।
আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম সম্মেলন ও কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। কাউন্সিলে ৫টি পদে ১০ জন প্রার্থী অংশ নিয়েছেন। এর আগে ২০১০ সালে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/বাজিত