বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগ উন্নয়নের মিথ্যা গালগল্প শুনিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করেছে। কৃষক-শ্রমিকসহ সাধারণ মানুষের পেটে লাথি মেরে নিজেদের ভাগ্য গড়েছে, আঙুল ফুলে কলাগাছ হয়েছে।
শনিবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়নের চৌরাস্তা বাজারে বিলডোরা ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে রবিশস্য বীজ বিতরণ করেন।
হালুয়াঘাট উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আবু হাসনাত বদরুল কবির, আলমগীর আলম বিপ্লব, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, আবদুল হাই, মোনায়েম হোসেন খান খোকন, শহীদুল হক খান সুজন, জেলা যুবদলের সহ-সভাপতি আবদুল আজিজ খান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবদুল গণি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খান, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক এম আর আল আমিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল, যুগ্ম আহ্বায়ক প্রভাষক খালেদুজ্জামান আউলিয়া, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবদুল হান্নান, স্থানীয় নেতা লাট মিয়া আকন্দ, আবুল কালাম, তোফাজ্জল হোসেন, কছিম উদ্দিন, নজরুল ইসলাম, আবদুল মালেক প্রমুখ।
সমাবেশে এমরান সালেহ প্রিন্স গত বন্যায় বিলডোরা ইউনিয়নে বিএনপির ত্রাণ কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন, স্বয়ং তারেক রহমান পত্রিকায় বিলডোরা গ্রামে বন্যায় অসহায় মানুষের কথা জেনে আমাদের পাঠিয়েছিলেন সহায়তা করার জন্য। তারেক রহমান সব দিকেই খেয়াল রাখেন। সুদূর লন্ডনে থেকেও বিলডোরা গ্রামের প্রত্যন্ত এলাকায় দুর্দশাগ্রস্ত মানুষের কষ্ট তারেক রহমানের দৃষ্টি এড়ায় নাই। তিনি চারণ নেতায় পরিণত হয়েছেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাস্যোজ্জ্বল আলাপচারিতার কথা উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ক্ষমতার দম্ভে হাসিনা এক সময় ড. ইউনূস ও খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে নদীতে ফেলে মারতে চেয়েছিল। আল্লাহর বিচার আজ ড. ইউনূস এবং বেগম খালেদা জিয়া রাষ্ট্রীয় কর্মসূচিতে হাস্যোজ্জ্বল আলাপচারিতায়। আর হাসিনা গণহত্যা করে নিকৃষ্ট ফ্যাসিস্ট পরিচয় ধারণ করে প্রভুর দেশে পলাতক।
বিডি প্রতিদিন/এমআই