নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, ‘আমরা নির্বাচন চাই। কিন্তু নির্বাচন না হলে চোখ বুঝে চিন্তা করেন কী হতে পারে। এজন্য আমাদের সভা-সমাবেশ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শক্তভাবে মাঠে থাকতে হবে। নিজেদের মথ্যে কোথাও কোনো কোন্দল থাকলে সিনিয়রদের নিয়ে বসে তা মিটিয়ে নিতে হবে। সবাই একসাথে এগিয়ে যেতে হবে।’
আজ রবিবার সকালে দলের রাজশাহী বিভাগের আয়োজনে রাজশাহীর পদ্মা কনভেনশন সেন্টারে (আলুপট্টি) নাটোর জেলা বিএনপির নেতকর্মীদের নিয়ে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, ‘তারেক রহমানের বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা ও যোগ্যতা রয়েছে। এই রকমের একটা অবিচারের পরে দেশে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারত। কয়েক হাজার, লক্ষ মানুষ মারা যেতে পারত। আওয়ামী লীগও যেটা করেছিল। কিন্তু তারেক রহমানের দৃঢ় নেতৃত্বের কারণে সেটা হয় নাই। আওয়ামী লীগের অপকর্মের জন্য যে পরিমাণ লোক মারা যাওয়ার কথা ছিল সে হিসেবে তাদের কিছুই হয় নাই।’
তিনি বলেন, ‘আমরা অনেককে হারিয়েছি। আমরা আর পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই না। কিন্তু আমরা যদি ভুল করি এর চেয়েও বিপর্যয় অবস্থা হতে পারে।’
রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতের সভাপতিত্বে সাংগঠনিক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলীম, সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়েদুর রহমান চন্দন।
বিডি প্রতিদিন/জুনাইদ