জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন।
মঙ্গলবার বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, বৈঠকে আসন্ন নির্বাচনসহ দেশের চলমান রাজনৈতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন তারা।
তিনি বলেন, তুরস্ক মুসলিম বিশ্বের উন্নত দেশ। তারা একইসঙ্গে মুসলিম আবার গণতান্ত্রিক দেশও বটে। তাদের সঙ্গে আমাদের ধর্মীয় ও রাজনৈতিক সাদৃশ্য আছে।
রোহিঙ্গা ইস্যুতে ব্যাবসায়িক বিভিন্ন বিষয়ে সহযোগিতা করতে তুরস্ক আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান তিনি।
তুরস্কের রাষ্ট্রদূত সাংবাদিকদের জানান, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে আগ্রহী তারা। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক কীভাবে আরও গভীর করা যায় সেসব বিষয়েও কথা হয়েছে।
বিডি প্রতিদিন/ইই