মাঝ আকাশে একটি যাত্রীবাহী উড়োজাহাজ উড়ে চলেছে। সেই সময়ে গোটা আকাশ ঝলসে উঠল, চারপাশ আলো করে দেখা দিল একটি বিদ্যুতের রেখা। আর সেই বিদ্যুৎ সোজা গিয়ে ধাক্কা খেল বিমানটিতে। এমনই একটি দৃশ্য ধরা পড়ল বার্মিংহামের এক বাসিন্দার বাড়ির নজরদারি ক্যামেরায়।
ইউরোপের বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে ‘কিয়ারা’ ঝড়। যার জেরে এখনও পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তার মধ্যেই কিছু উড়োজাহাজ ওঠানামা করছে।
গত রবিবার বার্মিংহাম থেকে ডাবলিন যাচ্ছিল এমনই একটি উড়োজাহাজ। রানওয়ে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই তার উপর একটি বজ্রপাত পড়ে। সেই ঘটনা ধরা পড়ে বার্মিংহামের বাসিন্দা ড্যানিয়েল নামে এক ব্যক্তির বাড়ির নজদারি ক্যামেরায়। পরে তিনি সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
উড়োজাহাজে বজ্রপাত পড়লেও কোনও ক্ষতি হয়নি যে তা ভিডিওতেই তা দেখা যাচ্ছে। অনেকটা দূরে হওয়ায় বিমানটি স্পষ্ট দেখা না গেলেও, বৃষ্টির মধ্যেও বিমানটির আলো দেখা যাচ্ছিল। স্থানীয়রা জানিয়েছেন, গত রবিবার ওই সময়ে বজ্রপাতের প্রচণ্ড শব্দ শুনতে পান তারা।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ