জাতীয় পার্টির প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ তিনদিনের ব্যক্তিগত সফরে কক্সবাজারে অবস্থান করছেন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বিমানযোগে তিনি কক্সবাজার পৌঁছান। এখন কক্সবাজারের একটি ফাইভস্টার হোটেলে অবস্থান করছেন তিনি। তার সঙ্গে ছেলে এরিক এরশাদ রয়েছেন বলে জানা গেছে।
কক্সবাজার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তারেক জানান, একান্ত ব্যক্তিগত সফরে তিনি কক্সবাজারে এসেছেন। এসময় এখানকার দর্শনীয় পর্যটন স্পটগুলো ঘুরে দেখবেন তিনি। এ তিনদিনে কোনো রাজনৈতিক সভা-সমাবেশে যোগদান করার বিষয়টি তিনি নিশ্চিত করেননি।