খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট্রের দুটি দুর্নীতি মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ২১ মে ধার্য করেছেন আদালত। সোমবার মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও মামলাগুলো হাইকোর্টের রিট আদেশের জন্য অপেক্ষমান থাকায় সাক্ষ্য গ্রহণের তারিখ পেছানো হয়েছে।
ঢাকা বিশেষ জজ-৩ এর বিচারক বাসুদেব রায় এ দিন ধার্য করেন।
অন্যদিকে খালেদা জিয়া সাংগঠনিক কাজে ব্যস্ত থাকায় তার পক্ষে সময়ের আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। আদালত শুনানি শেষে ২১ মে পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
প্রসঙ্গত, ২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ফান্ডের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় মামলা দায়ের করেছিলেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুনুর রশিদ। এ মামলায় খালেদা জিয়াসহ চারজনকে অভিযুক্ত করে ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুনুর রশিদ খান।
অন্যদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১০ সালের ৫ আগস্ট বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। ২০০৮ সালের ৩ জুলাই দুর্নীতি দমন কমিশন রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্টে অনিয়মের অভিযোগে এ মামলাটি দায়ের করে।