বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শরীরে বাঙালির রক্ত রয়েছে কিনা তা পরীক্ষার জন্য ডিএনএ টেস্টের দাবি জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোট। আজ মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি নন এবং তিনি অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন'- তারেক রহমানের এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা জিয়াউল হাসান বলেন, তারেক বঙ্গবন্ধুকে প্রথম রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, সাংবিধানিকভাবে বৈধ প্রধানমন্ত্রী মানতে অস্বীকৃতি জানিয়ে তার বাবা মেজর জিয়াকেই অস্বীকার করেছেন। কারণ, তার বাবা মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর অধীনেই কর্মরত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন: সংগঠনের সহ-সভাপতি মুফতি জোবাইদ আলী, ইঞ্জিনিয়ার আবদুস সোবহান মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসলেহ উদ্দিন ফোরকান, প্রচার সম্পাদক অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন প্রমুখ।