বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার ভারতকে ট্রানজিট দিয়েছে কিন্তু পানি আনতে পারেনি। সরকার পানি চুক্তি করতে চরম ব্যর্থ হয়েছে। এই সরকার ভোটারবিহীন নির্বাচনে সরকার গঠন করেছে। তাই সরকার জনগণের কথা চিন্তা করে না। এই সরকার তিস্তার পানি এনে দিতে পারবে না।
আজ মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটে টাঙ্গাইল আশেকপুরের নগর জলফৈ বাইপাসে জাতীয়তাবাদী দল বিএনপির লং মার্চ কর্মসূচির পথসভা অনুষ্ঠানে এ সব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। সেই নদী এখন পানিশূন্য। আর এ কারণে তিন কোটি মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে। তাই আমরা তিস্তাসহ ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা চাই। তিনি বলেন, আমাদের এই লংমার্চ ভারত সরকারকে চাপ সৃষ্টি করা ও জনগণকে সচেতন করার জন্য।
সর্বশেষ ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার গণবিরোধী সরকার। দেশে আজ হত্যা, অপহরণ, গুম দ্বিগুণ হারে বেড়েছে। তাই এই সরকার বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।
জেলা বিএনপির সভাপতি আহম্মেদ আযম খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, চেয়ারপার্সনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, সাবেক পানিসম্পদ মন্ত্রী মেজর (অব:) হাফিজ উদ্দিন আহম্মেদ ও টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক কৃষিবিদ শামসুল আলম তোফা প্রমুখ।