রাজধানীর ধানমন্ডির খেলার মাঠে প্রবেশের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন চার পরিবেশবাদী। আজ মঙ্গলবার সকালে তাঁরা ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। দুপুরে শুনানি শেষে তাঁদের জামিনের আবেদন মঞ্জুর করেন আদালত।
জামিন পাওয়া চারজন হলেন স্থপতি মোবাশ্বের হোসেন, স্থপতি ইকবাল হাবিব, সালমা এ সফি ও কামরুন্নাহার। মহানগর হাকিম এম এ সালাম তাঁদের জামিনের আবেদন মঞ্জুর করেন।