মানবতাবিরোধী অপরাধের দায়ে আটক জামায়াত নেতা মীর কাসেম আলীর পক্ষে সাক্ষী দিলেন তার ছোট বোন মমতাজ নুরউদ্দীন। ট্রাইব্যুনালের দেওয়া তিন সাফাই সাক্ষীর মধ্যে আজ মঙ্গলবার মীর কাসেমের পক্ষে প্রথম দিনের মতো সাক্ষী দিলেন তার বোন।
ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদেস্যর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মমতাজ তার জবানবন্দি পেশ করেন।
মঙ্গলবার এ সাক্ষীকে সহায়তা জবাববন্দি পেশ করতে সহযোগিতা করেন ব্যারিস্টার তানভির আহমেদ আল আমিন, ব্যারিস্টার আহমদ বিন কাসেম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন রানাদাস গুপ্ত, জেয়াদ আল মালুম।
স্বাক্ষ্যগ্রহণ শেষে আদালত আগামীকাল বুধবার পর্যন্ত মুলতবি ঘোষণা করেন বিচারক।
এর আগে গত এপ্রিল আসামিপক্ষ জেরা করেছে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) মো. নূরুল ইসলামকে। পরে তার পক্ষে সাফাই সাক্ষীর জবানবন্দি পেশ করার জন্য আজ ২২ এপ্রিল দিন ধার্য ছিল।
গত ১৭ এপ্রিল তার পক্ষে সাফাই সাক্ষীর জবানবন্দি পেশ করার জন্য তিনজনের নাম নির্ধারণ করে আদেশ দেন ট্রাইব্যুনাল।
কাসেম আলীর পক্ষে ২২ জন ডিফেন্স সাক্ষীর নামের তালিকা ট্রাইব্যুনালে দাখিল করা হয়। ওই তালিকা সীমিত করার জন্য আবেদন করে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পতি করে ট্রাইব্যুনাল ডিফেন্স সাক্ষী তিনজন নির্ধারণ করে দেন।
অন্যদিকে, গত ১৭ এপ্রিল বৃহস্পতিবার মীর কাসেম আলীর আইনজীবী মিজানুল ইসলাম তদন্ত কর্মকর্তাকে জেরার কার্যক্রম শেষ করেন।