দেশের প্রতিটি বিদ্যালয়, মাদ্রাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত গাওয়ার ওপর গুরুত্বারোপ করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকে ২৬ মার্চ 'লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত' গাওয়ার মাধ্যমে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত হওয়ার গৌরব অর্জনে মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়ে এই গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে জানানো হয়, বাংলাদেশের সমৃদ্ধ সাহিত্যকে বিশ্বে পরিচিত করে তোলার লক্ষ্যে বাংলা একাডেমি দেশের প্রখ্যাত সাহিত্যিকদের সাহিত্যকর্ম ইংরেজি ভাষায় অনুবাদের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি বই ইংরেজিতে অনুবাদ করে প্রকাশিতও হয়েছে।
দেশজ সংস্কৃতি, কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধের চেতনা ও সমকালীন শিল্প ও সাহিত্য সংরক্ষণ, গবেষণা ও উন্নয়নের মাধ্যমে জাতির মানসিক বিকাশ ও উৎকর্ষ সাধনের ওপর গুরুত্বারোপ করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন অধিদফতর, দফতর ও সংস্থাসগুলোর সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয়।
কমিটির সভাপতি সিমিন হোসেনের (রিমি) সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর, কাজী কেরামত আলী, সাগুফতা ইয়াসমিন, মনোরঞ্জন শীল গোপাল, মমতাজ বেগম, পংকজ নাথ, এম.এ হান্নান, পিনু খানসহ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।