ইতিহাস সাক্ষ্য দেয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের প্রথম রাষ্ট্রপতি। আর বঙ্গবন্ধুই ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু একজন মূর্খ লন্ডনে বসে দেশের ইতিহাস বিকৃত করার অপপ্রয়াস চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।
তিনি আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন।
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ এই আলোচনা সভার আয়োজন করে।
ইতিহাস বিভাগের চেয়ারম্যান মো. সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমানসহ অন্যরা বক্তব্য দেন।