সাভারের খাগান এলাকায় অটবি ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার পৌনে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের সূচনা হয়।
কারখানার সহকারী অফিসার (সিভিল) হাফিজুর রহমান জানান, যে কারখানাটায় আগুন লেগেছে এটা একটা সেড। এই সেড এবং এর ভেতরে যে মেশিন আছে তার মূল্যই একশ’ কোটি টাকার ওপরে। এছাড়া সোমবার মালয়েশিয়া থেকে আনা কয়েকশ’ কোটি টাকার পার্টেকস বোর্ডও ওই সেডের ভেতরে ছিলো।
মঙ্গলবার পৌনে ৯টার দিকে কারখানার লেয়ার সেকশনের একজেকশনের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান কারখানার জিএম জাকির হোসেন।