যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশায় গতকাল রাতে পুলিশের সাথে 'বন্দুকযুদ্ধে' সাইফুল শিকারী (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এসময় পুলিশের ৫ সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। নিহত সাইফুল শিকারী শংকরপাশা গ্রামের মোহন শিকারীর ছেলে।
অভয়নগর থানার ওসি খবির উদ্দনি জানান, একটি বিস্ফোরক মামলায় গতকাল সন্ধ্যায় সাইফুল শিকারীকে আটক করা হয়। রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে বের হয় পুলিশের একটি দল। রাত ১টা ৪৫ মিনিটে শংকরপাশা বিশ্বাসপাড়া শ্মশানঘাট এলাকায় সাইফুলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা ২২ রাউন্ড গুলি ছোড়ে।
ওসি দাবি করেন, বন্দুকযুদ্ধের সময় নিজের সহযোগীদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয় সাইফুল শিকারী। গুলির ছররায় আহত হন পুলিশের এসআই আরিফুরম এএসআই আহসান হাবিন, এএসআই তৌহিদুল ইসলাম, কনস্টেবল মেহেদি ও মোসাহেদ।
নিহত সাইফুলের বিরুদ্ধে দুইটি হত্যাসহ ডাকাতি ও বিস্ফোরণের ৮টি মামলা রয়েছে। এরমধ্যে ২০১১ সালের ১৩ ডিসেম্বর অভয়নগরের নওয়াপাড়া বাজারের ব্যবসায়ী জাহিদুল ইসলামকে হত্যা করে ৫ লাখ টাকা ছিনতাই ও ২০০৮ সালের ৫ মার্চ খলিল শিকারীর হত্যা মামলা রয়েছে।