দেশের সকল ইংলিশ মিডিয়াম স্কুলের সেশন চার্জ আদায়ের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ এ আদেশ দেন।
উল্লেখ্য, গত বছরের ১৬ অক্টোবর বাংলাদেশ প্রতিদিনে 'ফ্রি স্টাইলে চলছে ইংলিশ মিডিয়াম স্কুল' শীর্ষক খবর প্রকাশিত হয়। এ খবরের ওপর ভিত্তি করে হাইকোর্টে রিট করেন জে আর খান নামের এক আইনজীবী।