১০ হাজার কিউসেক পানি দিলেই ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব রক্ষা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিস্তা ব্যারেজের সামনে এক সমাবেশে এ কথা বলেন তিনি। সেখান থেকেই লংমার্চের সমাপ্তি ঘোষণা করা হয়।
এর আগে আজ সকালে লালমনিরহাট থেকে ডালিয়া অভিমুখে যাত্রা শুরু করে লংমার্চ। ডালিয়া অভিমুখে যাত্রার আগে সকালে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল মঙ্গলবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে লংমার্চটি রংপুর শহরে পৌঁছায়। এরপর লংমার্চে অংশ নেওয়া বিএনপির নেতাকর্মীরা রংপুরেই রাত যাপন করেন।