জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে খালেদা জিয়ার বিরুদ্ধে এই দুই মামলা চলতে বাধা থাকবে না।
আজ বুধবার বিচারপতি বোরহানউদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এই দুই মামলায় আগামী ২১ মে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে।
এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি খুরশীদ আলম খান বলেন, 'আদালত খালেদা জিয়ার আবেদন দুটি সরাসরি খারিজ করে দিয়েছেন। আইন অনুসরণ করে অভিযোগ গঠন করা হয়েছে। মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। বিচারিক আদালতে তিনি প্রতিকার চাইতে পারেন। এসব দিক বিবেচনায় আবেদন খারিজ করা হয়েছে। আবেদন দুটি খারিজ হওয়ায় মামলা দুটির কার্যক্রম চলতে আইনগত কোনও বাধা নেই।'
১৩ এপ্রিল জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে খালেদা জিয়া আবেদন করেন। এতে মামলা দুটির কার্যক্রম স্থগিত ও বিচারিক আদালতের নথি তলবের আরজি জানানো হয়।
১৯ মার্চ এই দুই মামলায় খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানসহ নয়জনের বিরুদ্ধে ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক বাসুদেব রায় অভিযোগ গঠন করেন। এই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে (রিভিশান) আবেদন করে খালেদা জিয়া।