চাঁদপুরের বাকিলা নামক স্থানে তেলবাহী একটি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার বিকেল ৫টা ২০ মিনেটে এ ঘটনা ঘটে।
বগি লাইনচ্যুত হওয়ায় চাঁদপুরের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ট্রেনটি চট্টগ্রাম থেকে চাঁদপুরে যাচ্ছিল।
ট্রেনের চালক মউন উদ্দিন খান বলেন, অতিরিক্ত চাপের কারণে তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়। লাইনচ্যুত বগির প্রতিটিতে ৬ হাজার গ্যালন তেল রয়েছে। একটি থেকে প্রায় অর্ধেক তেল লিকেজ হয়ে পড়ে গেছে।