তীব্র তাপদাহে জনজীবনে হাসফাস অবস্থা। এই মূহুর্তে এক পশলা বৃষ্টির জন্য পুরো প্রকৃতি যেন চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে আছে। কিন্তু, আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির জন্য আরও অন্তত চারদিন অপেক্ষা করতে হবে। ২৭ এপ্রিলের পর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত কয়েকদিন ধরেই রাঙ্গামাটি, সীতাকুণ্ড, রাজশাহী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়াসহ বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে তীব্র তাপদাহ প্রবাহিত হচ্ছে। অনেক স্থানে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষনা করা হয়েছে। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, বুধবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৪১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে, বুধবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদফতরের পরিচালক শাহ আলম বলেন, আগামী তিন/চার দিন বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই। ২৭ এপ্রিলের পর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এ পর্যায়ে ঢাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠবে না বলেও জানান তিনি।