রানা প্লাজা ধসের প্রথম বার্ষিকীতে নিখোঁজ ও হতাহত শ্রমিকদের স্বজনরা আজ বৃহস্পতিবার সকালে বিক্ষোভ করেছেন। ক্ষতিপূরণেরণ দাবিতে এ সময় তারা রানা প্লাজার সামনে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে, সকালে নিহত শ্রমিকদের স্মরণে রানা প্লাজার সামনে অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রমিক সংগঠনএবং নিখোঁজ ও হতাহত শ্রমিকদের স্বজনরা।