গাজীপুরের কাশিমপুরে হাই সিকিউরিটি কারাগারে সাধারণ বন্দি জীবন কাটাচ্ছেন রানা প্লাজার মালিক যুবলীগ নেতা সোহেল রানা। তাকে রাখা হয়েছে নীলগিরির ছয়তলা ভবনের তিন তলার ২৭ বর্গফুটের একটি সেলে। একই সেলে রানা ও তিন সহযোগীসহ চার বন্দিকে পাহারার জন্য নিয়োজিত রয়েছেন দুই কয়েদি।
সম্প্রতি বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, সরকার রানাকে জেলে 'জামাই' আদরে রেখেছে। কিন্তু এমন অভিযোগ অস্বীকার করেছে হাই সিকিউরিটি কারা কর্তৃপক্ষ।
জানা গেছে, একজন সাধারণ বন্দি হিসেবে প্রাপ্য সুযোগ-সুবিধাই রানা পাচ্ছেন। তাছাড়া তাকে সেলের ভেতর ডাণ্ডাবেড়ি পরিয়ে রাখা হয়। সকালে রানাকে দেয়া হয় রুটি ও ভাজি। দুপুরের খাবার হিসেবে থাকছে ভাত-ডাল ও সবজি। আর রাতে খাচ্ছেন ভাত, মাছ/মাংস। কারাগারের ভেতরে বাড়তি সুবিধা পেতে নানা চেষ্টা-তদবির করেও ব্যর্থ হয়েছেন রানা। তিনি যেন কারাগারে মোবাইল ফোন, ল্যাপটপসহ অন্যান্য বাড়তি সরঞ্জাম ব্যবহার করতে না পারেন সে ব্যাপারে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।