রাজধানীর শনির আখড়া ও টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৮০ হাজার জাল টাকাসহ তিন জনকে আটক করেছে পুলিশ। এরা হলেন- শাহিন (৩০), রুবেল (২৮) ও নুরুল ইসলাম (৩০)।
গতকাল বুধবার দিবাগত রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম তাদের আটক করে। এসময় জাল টাকা তৈরির সরঞ্জামাদি, একটি ল্যাপটপ ও একটি প্রিন্টারও উদ্ধার করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার আবু ইউসুফ বলেন, 'ডিবির সহকারী কমিশনার খোরশেদ আলমের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে জাল টাকাসহ আটক করে।
আটকদের জিজ্ঞাসাবাদ করে এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।