রাজধানীর তেজগাঁও থানার শাহীনবাগের বাসিন্দা ও ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সুমনসহ নিখোঁজ ব্যক্তিদের সন্ধান দিতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দাবি জানিয়েছেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে নিখোঁজ ব্যক্তিদের পরিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুলতানা কামাল এ দাবি জানান।
সুলতানা কামাল বলেন, 'আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনও দলের নয়, কোনও পক্ষেরও নয়। দলমত-নির্বিশেষে যারাই নিখোঁজ হন না কেন, তাদের খুঁজে দেওয়ার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। তাই নিখোঁজদের উদ্ধারের দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীকে নিতে হবে। '
তিনি বলেন, 'আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে এ জন্য তাদের জবাবদিহি করতে হবে।'
আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন না করে পার পেয়ে যায় বলে দায়িত্বের প্রতি তারা শ্রদ্ধাশীলও হয় না বলে অভিযোগ করেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অ্যাডভোকেট শাহদীন মালিক বলেন, 'সংবিধান ও আইনে বলা আছে, আইনশৃঙ্খলা বাহিনী যদি কাউকে গ্রেফতার করে তবে ২৪ ঘণ্টার মধ্যে তাকে আদালতে সোপর্দ করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমার অনুরোধ, তারা যেন আইনের প্রতি ন্যূনতম শ্রদ্ধা রাখে এবং তা পালন করে।'
তিনি আরও বলেন, 'যদি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কেউ কাউকে তুলে নিয়ে যায়, তাহলে তাদের খুঁজে বের করা এবং কারা তুলে নিয়ে গেল, তাদেরও আইনের মুখোমুখি করাই আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব।'
এসময় নিখোঁজ ব্যক্তিদের অবিলম্বে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তাদের পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলন শেষে প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনেও নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যরা একই দাবি জানান।
উল্লেখ্য, গত বছরের ৪ ডিসেম্বর পৃথক সময়ে প্রশাসনের লোক পরিচয় দিয়ে সাজিদুলসহ আটজনকে তুলে নিয়ে যাওয়া হয়। বাকি সাতজন হলেন- শাহীনবাগের বাসিন্দা কাওসার আহমেদ, পূর্ব নাখালপাড়ার আবদুল কাদের ভূঁইয়া মাসুম, পশ্চিম নাখালপাড়ার মাজহারুল ইসলাম রাসেল, মুগদা এলাকার আসাদুজ্জামান, উত্তর বাড্ডার আল আমীন, শাহীনবাগের এ এম আদনান চৌধুরী ও সাজিদুলের খালাতো ভাই বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা জাহিদুল করিম তানভীর।
নিখোঁজ ব্যক্তিদের পরিবারের অভিযোগ, র্যাব পরিচয়ে তাদের তুলে নেওয়া হলেও র্যাবের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে। কিন্তু বারবার র্যাব ও বিভিন্ন থানায় যোগাযোগ করেও নিখোঁজ ব্যক্তিদের এখনও কোনও সন্ধান মেলেনি।