'সাভারের রানা প্লাজা ধসে যে সমস্যা হয়েছে তা একদিনে কাটিয়ে ওঠা সম্ভব নয়, ধীরে ধীরে এর সমাধান করা যাবে' বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশ-এর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, 'বাংলাদেশের সম্পদ আট মিলিয়ন পোশাক শ্রমিক। তাদের অবদানেই প্রবৃদ্ধি ৫ দশমিক ৬ শতাংশ হয়েছে। কিন্তু রানা প্লাজা ধস পোশাক শিল্পকে কলুষিত করেছে।'
সভায় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান উপস্থিত ছিলেন।
এ সময় ড্যান মজীনা জানান, টিকফা চুক্তির আগামী বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা পুনর্বহালের বিষয়ে আলোচনা করা হবে।