সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের বিরুদ্ধে চলমান বিমানের রাডার ক্রয়ে দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মঞ্জুর আহমদকে আসামিপক্ষে জেরা শেষ করেন ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আবদুল মজিদ এই সাক্ষীর সাক্ষ্য শেষ হওয়ার পর বিচারক রাষ্ট্রপক্ষের সাক্ষ্য সমাপ্ত ঘোষণা করেন।
আগামী ১৫ মে আসামিদের আত্মপক্ষ শুনানির দিন ধার্য করেন। বাদী ও তদন্ত কর্মকর্তাসহ এ মামলায় ১১ জনের সাক্ষ্য গ্রহণের পর রাষ্ট্রপক্ষের সাক্ষ্য সমাপ্ত করা হলো।
সাক্ষ্যগ্রহণকালে আসামি সুলতান মাহমুদ ও মমতাজ উদ্দিন আহমদ আদালতে উপস্থিত ছিলেন। আদালতের অনুমতি নিয়ে অনুপস্থিত এরশাদের পক্ষে ২০৫ ধারা মতে আইনজীবীরা হাজিরা দেন।
মামলার অপর আসামি ইউনাইটেড ট্রের্ডাস লিমিটেডের পরিচালক এ কে এম মুসা শুরু থেকে পলাতক রয়েছেন।