জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে দেখতে গেলেন দলটির চেয়ারম্যান ।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় এরশাদ হাসপাতালে যান এবং ১১টা ২০ মিনিট পর্যন্ত হাওলাদারের শয্যা পাশে থাকেন।
এ সময় এরশাদ হাওলাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং দায়িত্বরত ডাক্তারদের সঙ্গে কথা বলেন।
উল্লেখ্য, বুকে ও পেটে তীব্র ব্যথা অনুভব করলে হাওলাদার গত বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।