আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ পত্রিকার প্রকাশিত সংবাদ ও বিএনপি নেতাদের সমালোচনা করে বলেন, পত্রিকার সংবাদও বিএনপির বক্তব্য শুনলে মনে হয় রানা প্লাজায় ক্ষতিগ্রস্থ শ্রমিকদের জন্য সরকার কিছুই করেনি। তাদের (বিএনপির)কথায় মনে হয় মায়ের চেয়ে মাসির দরদ বেশী। অথচ তাদরে সময়ে স্পেকড্রাম ভবন ধ্বসে পড়েছিল। সেখানে ভাল কোন উদ্ধার তৎপরতাও চালানো হয়নি।
আজ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে আওয়ামী হকার্স লীগ আয়োজিত মুজিব নগর দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এটা দেশী বিদেশী একটি চক্রের ষড়যন্ত্র। কারণ বিদেশী ক্রেতারা যাতে এদেশের গার্মেন্ট শিল্পে বিনিয়োগ না করে। আমাদের দেশের ১৮ বিলিয়ন ডলারের বেশী তৈরী পোশাক থেকে আসে। যে কারণে তারা এই ষড়যন্ত্র করছে।রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের জন্য যা করার সব কিছু সরকার করেছে। বিএনপি কিছুই করেনি যোগ করেন আওয়ামী লীগের এই নেতা।
হাছান মাহমুদ বিদেশীদের আহ্বান জানিয়ে বলেন, রানা প্লাজার ঘটনার পর আপনারা অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু কিছুই করেননি। তাই সমালোচনা না করে প্রতিশ্রুতি অনুযায়ী সহযোগিতা করুন।
বিএনপির লংমার্চ বিষয়ে হাছান মাহমুদ বলেন, তারা রংপুরে লংমার্চের নামে কোটি টাকার পিকনিক করেছে। এই কর্মসূচী করার পেছনে ৫ জানুয়ারী নির্বাচনে অংশগ্রহণ না করার হতাসা থেকে। অথচ বেগম খালেদা জিয়া ২দশমিক শুন্য ৫ভাগ সময় প্রধানমন্ত্রী ছিলেন। তিনি তখন ভারতে গিয়ে তিস্তা তো দুরের কথা গঙ্গার পানি চুক্তির কথা বলতেই ভূলে গিয়েছিলেন।
তিনি তিস্তা চুক্তি সম্পর্কে আশা প্রকাশ করে বলেন, ১০ এপ্রিল ভারত সরকার চিঠি দিয়ে জানিয়েছেন খুব শিগগিরই তিস্তার পানি নিয়ে আগের চুক্তি অনুযায়ী তিস্তার পানির চুক্তি পূরণ করা হবে।
সংগঠনের সভাপতি এস এম জাকারিয়া হানিফের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মো. জাহেদ আলী, সিনিয়র সহ সভাপতি এমএ সাদেক, এম এ করিম প্রমুখ।