যশোরের বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামে বোমা হামলায় ইমানুর (২৭) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ইমানুর পুটখালী ইউনিয়নের মুষিডাঙা গ্রামের আনিসউদ্দিনের ছেলে এবং পুটখালী ইউনিয়ন যুবলীগের সদস্য।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলে করে বেনাপোলের দিকে যাচ্ছিলেন ইমানুর। এ সময় দুর্বৃত্তরা তাকে ধাওয়া করলে মোটরসাইকেল নিয়ে পাশের ধান ক্ষেতে পড়ে যান তিনি। এরপর তাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করলে বোমাটি তার মাথায় লেগে ঘটনাস্থলেই নিহত হন ইমানুর।
এ ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ইমানুরের লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।