'বিশ্বব্যাংকের সঙ্গে ২০১১ সালে কিছুটা গোলমাল হয়েছিল। ২০১২ সালে অবস্থার পরিবর্তন হয়েছে। এখন সম্পর্ক ভালো। তারা পদ্মা সেতুতে টাকা দেয়নি। তবে এখন পদ্মা সেতুর কাজ এগিয়ে যাচ্ছে। জুন-জুলাই মাস থেকে পদ্মা সেতুর মূল কাজ শুরু হবে।' বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ শনিবার সচিবালয়ে এ বিষয়ে ব্রিফিং করেন অর্থমন্ত্রী। যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সফর শেষে পদ্মা সেতু, গ্রামীণ ব্যাংক, বিশ্বব্যাংকসহ বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, 'বিশ্বব্যাংকের ওয়ান বিলিয়ন টু পয়েন্ট বাতিল হয়েছিল কিন্তু এখন ওয়ান বিলিয়ন এইট আসছে। এটা আমাদের জন্য ভালো খবর। সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। বিশ্বব্যাংক আমাদের সঙ্গে আছে।'
আবুল মাল আবদুল মুহিত বলেন, 'মেক্সিকো ও যুক্তরাষ্ট্র সফরকালে আরেকটি প্রশ্ন উঠেছিল। আমি সেগুলোর ব্যাখ্যা দিয়েছি। কোনো সমস্যা নেই। বিশ্বব্যাংকের তোলা দুর্নীতি সম্পর্কে কজনের বিরুদ্ধে সাক্ষ্য হয়েছে ও চার্জশিট হয়েছে। আশা করছি তার সমাধান দ্রুতই হবে।'