বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করাকে জীবনের শ্রেষ্ঠতম অধ্যায় বলে মন্তব্য করলেন প্রখ্যাত ফরাসী সাংবাদিক বার্নার্ড হেনরি লেভি। আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাতের সময় এমন কথা বলেন হেনরি। এসময় বাংলাদেশের এই বিশেষ বন্ধুকে আন্তরিক অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী।
বাংলাদেশ বিশ্বের আধুনিক ও গণতান্ত্রিক দেশের মডেল হয়ে উঠেছে বলে মন্তব্য করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ফরাসী এই সাংবাদিক বলেন, 'বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ আমার জীবনের শ্রেষ্ঠতম অধ্যায়।'
১৯৭১ সালে আন্দ্রে মার্লবোরোর আহ্বানে পশ্চিমা বুদ্ধিজীবীদের সমন্বয়ে স্বাধীন বাংলাদেশের পক্ষে গঠিত ইন্টারন্যাশনাল ব্রিগেডের সদস্য হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেন হেনরি। স্বাধীনতার পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ে কিছুদিন চাকরিও করেন তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় তিনি বলেন, 'একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে মাত্র সাড়ে তিন বছরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে গঠন করেছিলেন তা বিশ্বে নজিরবিহীন।'
বঙ্গবন্ধুকে পৃথিবীর ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামী হিসেবে উল্লেখ করে হেনরি বলেন, 'তার অবদান বিশ্বের কাছে অমর হয়ে থাকবে।'
এসময় প্রধানমন্ত্রী বলেন, 'বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তোলাই প্রধানমন্ত্রী হিসেবে তার অন্যতম দায়িত্ব।'
সাক্ষাতের বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।
ঢাকায় নিযুক্ত ফরাসী রাষ্ট্রদূত মিশেল থ্রানকিয়ে, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ জিয়া উদ্দিন এসময় উপস্থিত ছিলেন।