প্রচণ্ড ঝড়ো বাতাসের কবলে পড়ে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইন থেকে বঙ্গবন্ধু সেতুর ওপর হেলে পড়েছে। রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর জানা যায়নি।
রেলওয়ে সূত্রে জানা গেছে, দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি সেতুর ওপর ওঠার কিছুক্ষণের মধ্যে প্রচণ্ড ঝড়ো বাতাস শুরু হয়। বাতাসের চাপে ট্রেনটির ৯টি বগি সেতুর বাম পাশের লেনে হেলে পড়ে। এ কারণে সেতুর ওই লেন দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। এ সময় ট্রেনে থাকা যাত্রীরা যে যার মতো জানালা দিয়ে বের হয়ে আসে।
এ ঘটনার পর থেকে সেতুর ওপর দিয়ে সকল প্রকার যান চলাচল সেই সঙ্গে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।