কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় একই পরিবারের চারজনসহ নয় জন এবং সুনামগঞ্জে চার জনসহ মোট ১৩ জনের মৃত্যু হয়েছে।
রবিবার রাতে নেত্রকোনা উপজেলার বিষমপুর ও নয়নগর গ্রামে বিধ্বস্ত ঘরের দেয়ালের নিচে চাপা পড়ে মা ও তিন সন্তানসহ পাঁচজন মারা গেছেন।
নিহতরা হলেন- বিষমপুর গ্রামের আফরোজা বেগম (২২), তার সৎ ছেলে সাগর (১০), রাসেল (৭) ও রানা (২) এবং নয়নগরের মামুন (১২)।
এছাড়া নেত্রকোণায় ঝড়ে আরও চার জনের মৃত্যু এবং চার শতাধিক লোকের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে, সুনামগঞ্জে কালবৈশাখী ঝড়ে ধর্মপাশা উপজেলায় শামসুল হক (৬৫) নামে এক পাহারাদারসহ চার জনের মৃত্যুর খবর জানা গেছে। ঝড়ে সুনামগঞ্জের ধর্মপাশা, জামালগঞ্জ ও দিরাই উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রবিবার রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঝড়ে প্রায় দেড় শতাধিক বাড়ির ছাউনি ঝড়ে উড়ে গেছে। এসময় প্রায় ৭০টি কাঁচা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।