বঙ্গবন্ধু সেতুতে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের নয়টি লাইনচ্যুত বগির চারটি উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ চলমান থাকায় ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
ঢাকা থেকে একটি হাইড্রলিক ও পাকশী থেকে অপর একটি উদ্ধারকারী ট্রেন সোমবার ভোর থেকে উদ্ধার তত্পরতা চালাচ্ছে।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, নয়টি বগির মধ্যে চারটি বগি উদ্ধার করা হয়েছে, বাকি পাঁচটির অতিদ্রুত উদ্ধার কাজ চলছে। সন্ধ্যার আগে উদ্ধার কাজ সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।
এদিকে, সন্ধ্যানাগাদ রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার আশা করছে কর্তৃপক্ষ । রেলের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক আবদুল আওয়াল ভূঁইয়া জানান, উদ্ধারকাজ শেষ হতে সন্ধ্যা পর্যন্ত সময় লাগবে। এরপর রেল যোগাযোগ স্বাভাবিক হতে পারে।
এর আগে, রবিবার রাত ১১টায় কালবৈশাখীর কবলে পড়ে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইন থেকে বঙ্গবন্ধু সেতুর ওপর হেলে পড়ে। এ ঘটনার পর থেকে উত্তর ও পশ্চিমাঞ্চলের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।