জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে এ সমাবেশ শুরু হয়।
সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশ মঞ্চে ফখরুলসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও।
তবে, সোমবার বেলা ১১টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও এ বিক্ষোভ কর্মসূচি শুরু করতে ঢিলেমি লক্ষ্য করা যায়। সকাল ১১টায় বিক্ষোভ সমাবেশস্থলে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে দেখা যায় কেবল শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-প্রচার সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, ঢাকা মহানগর শাখার সদস্য সচিব আবদুস সালামকে।