'আমাদের সরকারের ১০০ দিনের মাথায় বিএনপির নেতারা মিথ্যা কথা বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছেন। তাই তাদের মুখে হতাশার সুর ছাড়া কিছুই দেখা যায় না' বললেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
আজ সোমবার জাতীয় প্রেস ক্লাব ভিআইপি লাউঞ্জে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
হাছান মাহমুদ বলেন, 'আপনারা যেভাবে সাধারণ মানুষ হত্যা করেছেন তার জন্য এখন আপনাদের ফাঁকা মাঠে পাওয়া যায় না, পরবর্তী সময়ে আপনাদের ধানক্ষেতেও পাওয়া যাবে না।'
তিনি আরও বলেন, 'প্রকৃতি শান্ত হলেও বিএনপি ও জামায়াতের নেতা কর্মীরা শান্ত নয়, তাদের মধ্যে একটা হতাশা ও অশান্তি কাজ করছে।
বিএনপির উদ্দেশ্যে সাবেক এই মন্ত্রী বলেন, 'আপনাদের হারিয়ে যেতে চাই না। তাই বলব আপনাদের জোট লম্বা হয়ে গেছে, ভেঙে যেতে পারে, ঠেক দিয়ে আপনাদের জোট সোজা রাখুন। গণতন্ত্রে ফিরে আসুন।'