বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনা কবলিত দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের উদ্ধার কাজ শেষ হয়েছে। আজ সোমবার বিকেল পৌনে ৪টার দিকে এর উদ্ধার কাজ শেষ হয়।
দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের কনডাক্টর গার্ড আব্দুস সবুর খান জানান, দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সবগুলো বগি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বগিগুলো বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। তবে ট্রেন চলাচল এখনও শুরু হয়নি বলে জানান তিনি।
এর আগে, গতকাল রবিবার রাত ১১টার দিকে সেতুর সাত নম্বর পিলার সংলগ্ন এলাকায় দুর্ঘটনার শিকার হয় ট্রেনটি। এতে উত্তর ও পশ্চিম অঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।