আগামী ১৫ মে থেকে ২০১৪-২০১৫ সালের ভোটার তালিকা হাল নাগাদ হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদ। আজ সোমবার বিকেলে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এ কথা জানান তিনি।
কাজী রকিবউদ্দীন আহমেদ বলেন, তিন ধাপে ভোটার তালিকা হালনাগাদ করার কাজ করা হবে। আগামী ২০১৫ সালের ডিসেম্বরে এ হালনাগাদের কাজ শেষ হবে।
তিনি বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে। তবে কেউ যদি এ সময় কোনও কারণে তথ্য দেয়া থেকে বাদ পড়েন তাহলে সংশ্লিষ্ট উপজেলার নির্বাচন কমিশন কার্যালয় থেকে ফরম পূরণের মাধ্যমে ভোটার হিসেবে অন্তর্ভূক্ত হতে পারবেন।