ময়মনসিংহের ভালুকায় দুই শিক্ষককে অস্ত্রের মুখে তুলে নিয়ে গেছে অজ্ঞাত ব্যক্তিরা।
আজ ভোর রাতে উপজেলার পাঁচগাও গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোররাতে ওই গ্রামের শামছুদ্দিন মুন্সীর বাড়িতে ৮/১০ জনের একটি অস্ত্রধারীদল পরিবারের সবাইকে জিম্মি করে তার ছেলে স্থানীয় গণজাগরণ টিউটিরিয়াল কোচিং সেন্টারের প্রধান শিক্ষক কামাল হোসেন সবুজকে (৩৫) ও চাচাতো ভাই জয়নাল আবেদীনের ছেলে একই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আবু বকর সিদ্দিক স্বপনকে (২৮) হাতকড়া পরিয়ে নিয়ে যায়।
স্বপনের পিতা জয়নাল আবেদীন জানান, 'প্রথমে অস্ত্রধারীরা দরজা ভেঙে আমার ছেলের ঘরে ঢুকে মারধর করে। তারপর আমাদের অস্ত্রের মুখে আটকে রেখে স্বপনকে নিয়ে যায়।'
তিনি আরো জানান, 'স্বপনকে নিয়ে যাওয়ার সময় অস্ত্রধারী লোকজন ভাতিজা সবুজসহ অপরিচিত অপর এক যুবককে হাতকড়া লাগিয়ে আমার বাড়িতে আসে।'
অপহৃত সবুজের ভাই রব্বানী জানান, 'তার ভাই সবুজ স্ত্রী রেশমা (২৫) মেয়ে সিথি (১২) ও শিশু ছেলে রাফিদকে নিয়ে ঘুমিয়ে ছিল। ভোররাতে অস্ত্রধারী কয়েকজন লোক দরজা ভেঙে ঘরে ঢুকে কিছু বুঝে ওঠার আগেই ভাইকে হাতকড়া লাগিয়ে ঘর থেকে তুলে নিয়ে যায়।'
ভালুকা মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় পৃথক দু’টি সাধারণ ডায়েরি করা হয়েছে।