সহিংসতা মামলার আসামী ধরতে গিয়ে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের কেউড়াতলা এলাকায় জামায়াত-পুলিশ সংঘর্ষে সিরাজুল ইসলাম নামে এক জামায়াত কর্মী নিহত হয়েছে। এসময় জামায়াত-শিবিরের হামলায় আহত হয়েছেন জিয়ারুল ও মইনুল নামের দুই পুলিশ সদস্য।
পুলিশ ঘটনা স্থল থেকে ৩ টি অবিস্ফোরিত ককটেল ও ১টি সাটারগান উদ্ধার করেছে। আজ মঙ্গলবার দিবিগত রাত সাড়ে ৩টার দিকে জামায়াত-শিবিরের গোপন বৈঠকে হানা দিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জামায়াত কর্মী নিহত সিরাজুল ইসলাম দেবহাটা উপজেলার চিনেডাঙ্গা গ্রামের বকাবর আলীর ছেলে।
দেবহাটা থানার ওসি ঘটনা নিশ্চিত করে জানান, রাত সাড়ে ৩টার দিকে দেবহাটার সখিপুর ইউনিয়নের কেউড়াতলা এলাকায় নতুন করে সহিংসতা ঘটানোর উদ্দেশ্যে সহিংসতা মামলার আসামী জামায়াত-শিবিরের কর্মীরা নতুন করে সংঘটিত হয়ে গোপন বৈঠক করছিল। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় জামায়াত- শিবিরের নেতা-কর্মীরা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ৫/৬টি ককটেল বিস্ফোরণ ঘটায় ও গুলি বর্ষণ করে। পুলিশ আত্মক্ষার্থে তাদের লক্ষ্য করে পরপর ১০ রাউন্ড গুলি ছোড়ে। ঘটনাস্থলে জামায়াত কর্মী সিরাজুল ইসলাম গুলি বিদ্ধ হয়। তাকে সখিপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনা স্থল থেকে ৩ টি অবিস্ফোরিত ককটেল ও ১টি সাটারগান উদ্ধার করেছে। জামায়াত-শিবিরের হামলায় আহত ২ পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা শেষে বেরাকে ফিরিয়ে আনা হয়েছে।