বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দায়ের করা পল্টন থানা ও শাহজাহানপুর থানার দ্রুত বিচার আইনের মামলা দু’টির চার্জ শুনানি হবে আগামী ৮ জুন। আদালতে উপস্থিত থাকা সত্বেও মীর্জা ফখরুলের আজ শুনানি হয়নি।
আজ মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারেক মাইনুল ইসলাম ভূঁইয়ার আদালতে মামলা দু’টির শুনানি হওয়ার কথা ছিল।
ফখরুল ইসলামের অন্যতম আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, মির্জা ফখরুল আদালতে হাজির থাকার পরও মামলার নথি না থাকায় মামলা দু’টির চার্জ শুনানি হয়নি। আগামী ৮ জুন এ শুনানির জন্য দিন ধার্য হয়েছে।