আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে রবিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থেকে অপহৃত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম ও তার ৪ সহযোগীর সন্ধানের দাবিতে মঙ্গলবার সকাল ১১টা থেকে ফের উত্তপ্ত হয়ে উঠেছে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রেখেছে নজরুল ইসলামের সমর্থকরা। সেইসঙ্গে তাদের সুস্থভাবে উদ্ধারের দাবিতে দফায় দফায় স্লোগান দিচ্ছেন তারা।
সড়ক অবরোধের কারণে এরইমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়েছে।
এদিকে অপহরণের সময় নজরুল ইসলামের ব্যবহৃত সাদা রংয়ের এক্স করলা গাড়িটি ঢাকা-কাপাসিয়া সড়কের গাজীপুরের রাজেন্দ্রপুরের হালডোবার শালবন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় রবিবার রাত ৯টায় উদ্ধার করা হয়েছে। তবে সন্ধান মেলেনি নজরুল ইসলামের। অন্যদিকে একই দিন ও সময়ে ড্রাইভারসহ নিখোঁজ নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী চন্দন সরকারেরও কোনো সন্ধান মেলেনি। তার ব্যবহৃত গাড়িটি সোমবার রাত সোয়া ১১টায় রাজধানীর গুলশানের নিকেতন থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।