রামপুরা থানায় দায়ের হওয়া হত্যা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান হাইকোর্ট থেকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেলেও ফেরত দিয়েছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন আবেদন।
আজ মঙ্গলবার পৃথক আবেদনের শুনানিতে বিচারপতি নাঈমা হায়াদার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত রোববার গয়েশ্বর ও আমানের জামিনের আবেদন নামঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হকের আদালত। গত ২৩ এপ্রিল সিএমএম আদালতও তাদের জামিন নামঞ্জুর করেন। জামিন আবেদনের ওপর শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হারুন অর রশীদ জমিন নামঞ্জুর করেন।