বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল মহার্ঘ ভাতা ও চাকরির বয়স সীমা বৃদ্ধিসহ বিভিন্ন সুযোগ সুবিধার দাবিতে আন্দোলন করছে।
আজ মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য হাসপাতালটিতে চিকিৎসা সেবা দেওয়া বন্ধ রেখেছেন চিকিৎসক ও কর্মকর্তারা।
সকাল থেকে বহিঃবিভাগে চিকিৎসা সেবা ও টিকিট কাউন্টারগুলোতে টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হয়। ফলে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগী এবং তাদের স্বজনরা হাসপাতালে এসে অসহায় হয়ে পড়ে।
তবে ভর্তি থাকা রোগীদের সেবা দেওয়া অব্যাহত রয়েছে।