দেশে যেভাবে গুম-খুন হচ্ছে এর সঙ্গে বিএনপির হুমকির যোগসূত্রতা আছে, এটাকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার দুপুরে সাভারে বিআরটিএর কার্যালয়ে ঝটিকা অভিযান পরিচালনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, 'দেশকে স্থিতিহীন করতে বিএনপি চোরাগোপ্তা হামলার হুমকি দিচ্ছে। অস্ত্রের ভাষায় কথা বলছে।'
মন্ত্রী বলেন, 'জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি এখন চোরাগোপ্তা হামলা চালানোর কথা বলছে। তারা রাজনীতি পরিহার করে কথা বলছে অস্ত্রের ভাষায়। তবে তাদের অস্ত্রের ভাষার হুমকি অস্ত্রে নয়, আইনগতভাবেই মোকাবেলা করা হবে। সরকার ঠাণ্ডা মাথায় কঠোরহাতে এসব দমন করবে।'
স্থানীয় বিআরটিএ কার্যালয়ে মন্ত্রীর আগমনে তার সামনেই দালালরা দৌড়ে পালিয়ে যায়। এ সময় মন্ত্রী হাতেনাতে একজনকে আটক করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেয়া হয়।
মন্ত্রী অভিযোগ করে বলেন, 'প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী নয় বরং দালালরাই স্থানীয় বিআরটিএর গোটা ব্যবস্থাপনা এমনকি কম্পিউটার সার্ভার নিয়ন্ত্রণ করছে। ইচ্ছে মতো সেখানকার তথ্যও মুছে দিচ্ছে তারা।'
পরে সেখানে অভিযান চালিয়ে মন্ত্রী এক পরিদর্শকে কারণ দর্শানো নোটিশ ও একজন অফিস সহকারীকে শাস্তিমূলক বদলির আদেশ দেন।
এর আগে মন্ত্রী ঢাকা আরিচা মহাসড়কের পাশে থাকা হাটবাজার পরিদর্শন করেন এবং দ্রুত অবৈধ স্থাপনা সরিয়ে নেবার নির্দেশ দেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান ও সাভার পৌরসভার মেয়র রেফাত উল্লাহ।