কমলাপুর টিটিপাড়া বস্তি এলাকায় রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বলাকা পরিবহনের একটি বাস চুরমার হয়ে গেছে। এতে অন্তত ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন। এদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাই মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মতিঝিল জোনের ডিসি মো. আশরাফুজ্জামান বলেন, তিন জনের প্রাণহানি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তবে হতাহতের সংখ্যা বাড়তে পরে বলেও আশংকা করা হচ্ছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।