নারায়ণগঞ্জে অপহৃত ছয়জনের লাশ উদ্ধারের পর শীতলক্ষ্যায় মিলেছে আরো একটি লাশ। পুলিশের ধারণা লাশটি কাউন্সিলর নজরুল ইসলামের গাড়ি চালকের। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শান্তিনগর এলাকা সংলগ্ন নদীতে লাশটি ভেসে উঠে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার সকাল থেকে নারায়ণগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
এর আগে বুধবার একই জায়গা থেকে ৬ জনের লাশ উদ্ধার করা হয়। ওইদিন বিকেলে প্যানেল মেয়র নজরুল ইসলাম ও অ্যাডভোকেট চন্দন সরকারসহ অপহৃত ৬ জনের লাশ উদ্ধার করে পুলিশ।